Tuesday, August 22, 2023

 

ভয়

আজ হ্যালোইন ডে তে ভাবছি একটা গল্প শোনানো যাক। গল্পটা ঠিক ভূতের না হয়েও একটু অদ্ভুত তো বটেই। আপাতত আমি নাম স্থান-কাল-পাত্র সব বদলে দিলাম। ধরা যাক গল্পটা কেউ আমাকে বলেছিল কোন এক সময়।

গল্পটার উৎস 90 এর দশকে।

শুভ ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে একটি শহরে। বাবা মা থাকেন কলকাতা তে।

মা-বাবার একমাত্র সন্তান বলে অনেক স্বপ্ন তাকে নিয়ে। শুভ বা শুভদীপের তখন কলেজের ফাইনাল ইয়ার চলছে। শীতের ছুটি সামনে। আর পরীক্ষা নিকটবর্তী। সেই সময় একসাথে শুভদীপের পরিবারে কিছু আত্মীয়র মৃত্যু ঘটে যদিও মৃত্যু গুলো সব স্বাভাবিক কিন্তু খুব দুঃখজনক। শুভর দিদিমা মারা যায়। এক জামাইবাবু মারা যায় আর শুভর ছোট কাকা মারা যায় হার্টফেল করে।

শুভর বাবারা পাঁচ ভাই আর দুই বোন শুভর বাবা আর এক কাকা চাকরিসূত্রে বাইরে থাকতেন , শুভ দুই জ্যাঠামশাই আর এই ছোট কাকা ওদের গ্রামের বাড়িতেই থাকতেন। পিসিরা সবাই বিবাহিত।

বাড়িটা বিশাল আর হুগলি জেলার এক গ্রামে ওদের অনেক জমি জায়গা আর আর কিছু দোকান ছিল। ওরা প্রায়ই গ্রামের বাড়িতে যেত আর শুভর ঠাকুরমা তখনও বেঁচে ছিলেন। সবাই ওদের খুব ভালোবাসতো বিশেষ করে এই কাকু কাকিমা ওর খুব প্রিয় ছিল

এই মৃত্যুর খবর শুভকে অনেকদিন জানানো হয়নি ওর পরীক্ষা চলছিল বলে। খবরটা শোনার পর শুভর মনটা খুব খারাপ ছিল। কাকুর মৃত্যুর পর হোস্টেলে এক রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলো ও।

দেখলো গ্রামের বাড়িতে গেছে। পৌঁছতে অনেক রাত হয়েছে। লাস্ট train এসেছে! খুব মেঘলা আকাশ , ষ্টেশনে নেমে একটা বাস পেল। যে রাস্তা দিয়ে গাঁয়ের বাড়ি যায় তার মোড়ে বাস টা নামিয়ে দিল আল ধরে লন্ঠন হাতে কে যেন আসছে চাদর মুড়ি দিয়ে মুখটা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন ওকে নিতে এসেছে। সামনে আসতে শুভ মুখটা দেখতে পেল রঘুদা। যে রঘুদা অনেক বয়স পর্যন্ত ওদের গাঁয়ের বাড়ি ,ক্ষেত-খামারের কাজ, বাড়ি অন্যান্য নানা কাজ দেখাশোনা করে গেছেন। কিন্তু গত তিন বছর হলো তার মৃত্যু হয়েছে। স্বপ্নেও শুভর সেই কথাটা মনে পড়ল। ভয় পেয়ে বাড়ির দিকে দৌড়াতে লাগলো, এসে দেখল ঠাকুর মার বাড়িতে কারেন্ট নেই। চারদিকে ঘুটঘুটে অন্ধকার ,হঠাৎ ঝড় বৃষ্টি পড়তে শুরু করল। বাড়িতে কি অন্য লোক নেই তবে? স্বপ্নে দেখল দোতলার একটা ঘরে আলো জ্বলছে ।মোমবাতি আর লন্ঠনের আলো। ঝড় বৃষ্টি , অন্ধকার রে দুতলা বাড়িটা দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। পুরনো জমিদার বাড়ির সামনে বাঁশ বাগান আর একটা মাঠ পেরিয়ে তবে একটা ছোট রাস্তা, শুধু সাইকেল যেতে পারে, আর দূরে টিমটিম করে কিছু আলো বাড়ির সামনে একটা পুকুর। পেছনে বেশ কিছুটা ঘন বাগান বা জঙ্গল। আর এদিক ওদিক কিছু বাড়ি হয়তো আছে। বোঝা যায় না কিন্তু সবচেয়ে বেশি বোঝা যায় সেটা জমাট বাঁধা অন্ধকার আর একটা ছমছমে নিস্তব্ধতা কোনো রকমে

সিঁড়ি দিয়ে দোতলার ঘরে যেতে দেখল, আলো আসছে ,ওর যে কাকা মারা গেছেন তাঁর ঘর থেকে। আর কাউকে দেখতে পেল না। কাকার ঘরে উঁকি দিয়ে দেখল , ছোট কাকু টেবিলে বসে কিছু , লিখেছেন।ও আসাতে ওর দিকে মুখ ঘোরালেন। ওর শিরদাঁড়া বেয়ে এক শিহরণ দৌড়ে গেল। ওর মনে পড়ল ছোটকাকা তো আর এই পৃথিবীতে নেই। ওর প্রচন্ড ভয় লাগতে শুরু করলো। দৌড়ে পালানোর চেষ্টা করতেই দেখল একদম চলতে পারছে না! তারপর ওর ঘুম ভেঙে গেল দেখল ঘড়িতে তিনটে। হোস্টেলের বিছানায় শুয়ে আছে আর প্রচন্ড ঘেমে গেছে। শরীর কিছুটা অবশ। ভাবল এই অদ্ভুত স্বপ্ন কেন দেখলো! অস্বস্তিতে কিছুক্ষণ কাটলো আবার কখন ঘুমিয়ে পড়ল কে জানে।

পড়াশুনার চাপে আর ইন্টারভিউর জন্য কিছু চিঠি লেখালেখি করলেও শুভ গ্রামের বাড়িতে যেতে পারেনি। ফাইনাল পরীক্ষার পর বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হতে লাগলো।

এরমধ্যেই ঠিক করল একদিন গ্রামের বাড়ি যাবে

গ্রামের বাড়ি গেল প্রথমবার কাকার মৃত্যুর পর ঠাকুরমা, জ্যাঠামশাই দের কাকিমা আর ভাই বোনেদের সাথে দেখা করার জন্য। পৌঁছে গেল সকাল সকাল। সারাদিন ভালই কাটল ভেবেছিল রাতে থেকে যাবে। কিন্তু হঠাৎ মনে পড়ল কিছু ইম্পর্ট্যান্ট ফরম ফিলাপ বাকি রয়ে গেছে। সেই জন্য বিকেল বিকেল রওনা দিলো। আর সবাইকে বলল যে আবার আসবে 'দিন পর।

সবাই থেকে যেতে বলছিল কারণ আকাশের অবস্থা খুব ভাল নয়। বলল বৃষ্টি আসার আগে কলকাতা পৌঁছে যাবে। 5 টার ট্রেন ধরতে স্টেশনে এসে বসে রইল। কিন্তু টেন আর আসে না ,শোনা গেল সেদিন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রেললাইনে তাই সমস্ত ট্রেন বন্ধ ।কখন লাইন খুলবে কিছু বলা যায় না। এদিকে আকাশের অবস্থা প্রচন্ড সঙ্গীন। আবার গায়ের বাড়িতে ফেরা সমীচীন মনে করল। বাস ধরে ঠিকমতো নামল মোড়টায়। ততক্ষণে হালকা ঝড় উঠতে শুরু করেছে। দেখল কারেন্ট নেই আর ঝড় আসাতে কারেন্ট গেছে ,মানে সারারাত কারেন্ট আসবে না। মোড় থেকে বাড়ির রাস্তায় নেমে কিছুদূর যেতেই দেখল একজন লন্ঠন হাতে এগিয়ে আসছে। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছেনা ।ওর হঠাৎ করে কিছু মাস আগে দেখা স্বপ্নটার কথা মনে পড়ল। নিজের অজান্তেই একটা ভয় শিরদাঁড়া দিয়ে দৌড়ে গেল। চারিদিক নিস্তব্ধ, দুপাশে খেত আর সরু রাস্তা। অন্ধকারে মোড়া চেহরাটা ওর কাছে এসে দাঁড়ালো, ভয়ে তাকিয়ে দেখল অচেনা এক মানুষ রঘুদা নয় লোকটি পাশ কাটিয়ে চলে গেল। গায়ের বাড়ির সামনে গিয়ে দেখে একদম স্বপ্নের দৃশ্যটার মত দৈত্যকায় বাড়িটা অন্ধকারে দাঁড়িয়ে আছে। কোথাও কোন লাইট নেই শুধু অন্ধকারে কিছু ক্ষীণ আলোর রেখা। দরজা গুলো খোলা ছিল। একতলায় রান্নার ঘরে রান্না হচ্ছে বোধহয়। দোতলায় উঠে দেখল সবাই যে যার ঘরে। ওকে ফিরে আসতে দেখে সবাই বলল , ঠিক করছে ফিরে এসে, ঝড় বৃষ্টি ভালো চলছে বাইরে।

রাত্রিবেলা খাওয়ার পর ওকে শুতে দেয়া হলো ছোট কাকার ঘরে, সাথে ছোট কাকার ছেলে আর নিচের বিছানায় ছোট কাকিমা আর কাকিমার মেয়ে। ওর ওই ঘরটিতে থাকার ইচ্ছা ছিল না। কিন্তু কারণ কি বলবে একটা স্বপ্ন? একটি অজানা ভয়?

ঘরে বড় বড় জানালা। আলো-আঁধারিতে বোঝা যাচ্ছে পেছনের জঙ্গলে গাছের পাতাগুলো দুলছে আর তাদের ছায়ারা ঘরে ঘুরে বেড়াচ্ছে। বাইরে এখনও অল্প ঝড় বৃষ্টি হচ্ছে।গরম নেই আজ, তবু ঘুম আসতে চাইছিল না। কিরকম এক অশরীরী অশুভ অনুভূতি ! বাড়িটা কেমন যেন তাড়াতড়ি ঘুমিয়ে পড়ল কোন এক মরন কাঠির ছোঁয়ায়। নিঝুম অন্ধকারে অদ্ভুত ভয় আবার ওকে গ্রাস করতে থাকে। আর বারবার ওর নিজের দেখা স্বপ্নটা ফিরে আসতে থাকে ওর মনের মধ্যে। এর মধ্যে বোধহয় কখন চোখের পাতা বন্ধ হয়ে গেছিল। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল, বেশ সচেতন ছিল , জানত কোথায় শুয়ে আছে। ঘুম ভাঙলেও চোখ খোলবার সাহস হল না। কারন শুনল ঘড়িতে তিনটে বাজার শব্দ হলো। শুভ যেন ঠিক জানতো যদি চোখ খোলে ,দেখতে পাবে সামনের টেবিলটাতে আলো জ্বলছে লন্ঠনের আর ছোট কাকা ওখানে বসে কিছু লিখছে। চোখ খুললেই ছোট কাকার সাথে চোখাচোখি হবে। কিন্তু শুভ জানে ওর ছোট কাকা আর এই পৃথিবীতে নেই ! তারপর

সারা রাত ঘুম না এলেও ,ভোরের আলো ফোটার আগে , ঘড়িতে পাঁচটা বাজার ঘন্টা না শোনা পর্যন্ত শুভ চোখ কিন্তু খোলেনি।

সেই রাতে ভয় পাওয়া আজ শুভর মনে আছে।

সত্যি ঘটনা অবলম্বনে।

জয়া সুদ

No comments:

Post a Comment